পৃষ্ঠাসমূহ

বা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোচার ঘন্ট বা নিরামিষ

 আমার আজকের রেসিপি মোচার ঘন্ট বা নিরামিষ।  এই রেসিপি বাঙালির পছন্দের রেসিপি। তাই অনেক গুলো রিকুয়েষ্ট পেয়েছি এই রেসিপির জন্য।  আমি যে ভাবে কলার মোচার ঘন্ট রান্না করি তা আপনাদের শেয়ার করলাম..

মোচার ঘন্ট বা নিরামিষ

উপকরণ:

মোচা - ১ টা ( বেছে মাঝের ডাট ফেলে ধুয়ে কুচি করে কাটা) 

ছোলার ডাল- ২ টেবিল চামচ

নারিকেল- হাফ ( ছোট করে কাটা)

নারিকেলের দুধ- ১ কাপ 

আলু- ২ টা ( ছোট করে কাটা)

বেগুন- হাফ (ছোট করে কাটা) 

শুকনো মরিচ- ৪ টা 

আদা বাটা- দেড় চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

হলুদের গুঁড়ো - ১ চা চামচ

মরিচের গুঁড়ো - দেড় চা চামচ

ধনিয়ার গুঁড়া-১ চা চামচ 

কাঁচা মরিচ- ৩-৪ টা ( টুকরো করে কাটা)

তেজপাতা- ২ টা

গরম মসলার গুঁড়ো -১ চা চামচ

 আস্ত জিরে- ফোড়নের জন্য

ঘি -( ২-৩ টেবিল চামচ) 

সরিষার তেল- পরিমাণ মতো

চিনি - ১ চা চামচ

লবণ - পরিমাণ মতো। 


প্রস্তুত প্রণালী:

প্রথমে মোচা কুচি হলুদ ও লবন দিয়ে সিদ্ধ করে নিবো। সিদ্ধ হবার পর চালনিতে পানি ঝরিয়ে রাখবো।

এবার, একটা কড়াইতে তেল গরম করে, এক এক করে -  আলু, ছোলার ডাল,বেগুন হালকা ভেজে তুলে রাখবো। অই কড়াইতে অল্প ঘি দিয়ে নারিকেল হালকা করে ভেজে তুলে রাখবো।

তারপর, কড়াইতে সরিষার তেল গরম করে,আস্ত জিরে তারপর শুকনো মরিচ, তেজপাতা দিবো।

একটু ভাজা হলে, আদা বাটা, জিরে বাটা,হলুদের  গুঁড়ো দিয়ে মসলা ভাল করে ভুনে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মোচা দিবো। ( মোচা সিদ্ধ করার সময় লবন দেয়া হয়েছে তাই লবন দিবো না)।

মরিচের গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে নিবো। এবার ভেজে রাখা ছোলার ডাল,আলু দিয়ে ভাল করে নেড়ে ভুনবো।  

১ মিনিট পর ১ কাপ পরিমাণ পানি দিয়ে ৫ মিনিট অল্প আঁচে কষাবো। পানি টেনে যাবার পর ,এবার  নারিকেলের দুধ ও চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে রান্না করবো। 

এবার ভাজা নারিকেল,কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে রাখবো ৫ থেকে ১০ মিনিট।  চুলার আঁচ রাখবো মাঝারি থেকে অল্প।

১০ মিনিট পর ঢাকনা তুলে ভাল করে নেড়ে একটা গ্লাস দিয়ে থেতলে বা চটকিয়ে নরম করে নিবো। তারপর গরম মসলার গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিবো অবশেষে ঘি দিয়ে নেড়ে নামিয়ে মিবো চুলা থেকে। হয়ে গেলো মোচার নিরামিষ বা ঘন্ট।

এবার গরম ভাতের সাথে পরিবেশন করবো।

শনিবার, ১৪ জুন, ২০২৫

ভুড়ি বা বট ভুনা

কোরবানি ঈদে যারা কোরবানি দিয়েছেন তারা নিশ্চয়ই গরু বা খাসির ভুড়ি পরিস্কার করে রেখে দিয়েছেন। অনেকে ফ্রিজে রেখেছেন আবার অনেকে জ্বাল দিয়ে রেখেছেন। আমি কিন্তু ৩ দিন বটের তেলের উপর জ্বাল দিয়ে রেখে রান্না করেছি। আজ সেই রেসিপি আপনাদের শেয়ার করছি। চলুন শুরু করি....

ভুড়ি ভুণা
উপকরণ
বট(জ্বাল দেওয়া গরুরভুড়ি)-৫০০ গ্রাম,
বড় আলু(কিউব করে কাটা)-১ টা,
আদা বাটা-১ টেবিল চামচ,
রসুন বাটা-১ টেবিল চামচ,
জিরাবাটা-১ চা চামচ,
মৌরিবাটা-১ চা চামচ,
রাধুনিবাটা-১ চা চামচ,
জয়ফলবাটা-হাফ চা চামচ,
জয়ত্রীবাটা-হাফ চা চামচ,
গরমমসলা বাটা-হাফ চা চামচ,
মরিচের গুঁড়া-২ টেবিল চামচ,
হলুদের গুঁড়া-১ চা চামচ,
ধনিয়ার গুঁড়া-১ টেবিল চামচ,
পিঁয়াজবাটা-১ টেবিল চামচ,
পিঁয়াজ কুচি-১ কাপ,
তেজপাতা-২ টা,
এলাচ-৪ টা,
দারচিনি টুকরা-(আড়াই ইঞ্চির)৩ টা,
লবঙ্গ-৫ টা,
মৌরি,রাধুনি,জিরা(এক সাথে তাওয়াতে টেলে গুঁড়া) ১ চা চামচ,
লবণ-স্বাদমতো,
সয়াবিন তেল-২ টেবিল চামচ,
কাঁচা মরিচ-৬ টা,
চিনি-হাফ চা চামচ,

প্রস্তুত প্রণালীঃ

সব উপকরণ তৈরি রেখে,প্রথমেই একটা প্যান চুলায় বসিয়ে গরম করে সয়াবিন তেল দিয়ে গরম করে তাতে তেজপাতা,দারচিনি, এলাচ,লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিবো তারপর পিঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে নিবো। তারপর আদা,রসুন বাটা দিয়ে ৩০ সেকেন্ড মসলা ভুনবো। তারপর সামান্য একটু গরম পানি দিয়ে মসলা কষাবো আর তাতে বাকি সব মসলা ও লবন দিয়ে ভাল করে কষাবো। পাশের চুলায় অন্য একটা প্যানে আলু সামান্য লবন দিয়ে ভেজে নিবো। মসলা কষে আসলে জ্বাল দেওয়া ভুড়ি বা বট দিয়ে ভাল করে নেড়ে বট কষাবো তারপর আলু গুলো দিয়ে আরও ভুনে ১ কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করবো। এবার কাঁচা মরিচ আর চিনি দিয়ে ভাল করে নেড়ে অল্প আঁচে ১০ মিনিট রান্না করবো।যখন পানি শুকিয়ে বটের তেল বের হবে তখন নেড়ে আরও ভাজা ভাজা করে ভুনে নিবো। নামানোর আগে মৌরি,রাধুনি,জিরার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম নানরুটি,৷ পরোটা, ভাত পছন্দ অনুযায়ী পরিবেশন করবো।