পৃষ্ঠাসমূহ

chilli লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
chilli লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ জুন, ২০২৫

চিলি চিকেন

ফ্রাইড রাইসের রেসিপি দেওয়ার পর মনে হলো সাথে চিলি চিকেন রেসিপিটাও দিলে ভালো হয়, নতুন রাধুনি যারা তাদের ইচ্ছে হলে ঘরে চাইনিজ রান্না করে পরিবারকে সারপ্রাইজ দিন।আসুন জেনে নেই কি ভাবে চিলি চিকেন তৈরি করা যায়.....


চিলি চিকেন

উপকরণ:

মেরিনেট:

চিকেন  – ৪০০ গ্রাম,

আদা বাটা-আধা টেবিল চামচ, 

রসুন বাটা- আধা টেবিল চামচ,

গোলমরিচ গুঁড়ো-১ টেবিল চামচ,

ডিম(১ টা ডিম ফেটানো)- ২ টেবিল চামচ,

কর্নফ্লাওয়ার– ৩ টেবিল চামচ,

ময়দা – ২টেবিল চামচ,

সয়াসস – ১টেবিল চামচ,

লবণ- স্বাদমতো, 

রান্নার জন্যঃ

ক্যাপসিকাম (কিউব করে কাটা)-হাফ কাপ,

পেঁয়াজ (কিউব করে কেটে পাপড়ি আলাদা করে)-হাফ কাপ,

আদা কুচি –আধা টেবিল চামচ,

 রসুন কুচি – ১ টেবিল চামচ,

 কাঁচামরিচ- ৪-৫ টা (ফালি)

সয়া সস-১ টেবিল চামচ,

চিলি সস- ১ টেবিল চামচ,

টমেটো সস-১ টেবিল চামচ,

গোলমরিচ গুঁড়ো--১ টেবিল চামচ,

কর্ন ফ্লাওয়ার-২ টেবিল চামচ,

আজিনামোটো- ১ চা চামচ,

 লবণ-স্বাদমতো

 তেল-পরিমাণমত, 

প্রস্তুত প্রণালী:

প্রথমেই মুরগির বুকের মাংস গুলোকে ছোট কিউব করে কেটে, ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।এবার মাংস গুলোতে আদা বাটা, রসুনবাটা,সয়াসস, গোলমরিচের গুঁড়া,  লবণ, ময়দা ও কর্ণফ্লাওয়ার ও ফেটানো ডিম দিয়ে ভাল করে মেখে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার প্যানে তেল গরম করে চিকেন গুলো বাদামি করে ভেজে নিবো। 

 অন্য একটা প্যানে ২ টেবিল চামচ পরিমাণ তেল গরম করে রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে আদা কুঁচি দিবো। হালকা ভেজে কিউব করে কাটা পিঁয়াজ পাপড়ি গুলো দিয়ে নাড়বো তারপর কাঁচামরিচ ফালি দিয়ে নাড়বো। সয়াসস দিবো,  টমেটো সস দিবো, চিলিসস দিয়ে নেড়ে ক্যাপসিকাম দিবো। এবার চিকেন দিবো। ভাল করে নেড়ে আধা কাপ গরম পানি দিবো সাথে পরিমাণ মত লবণ দিয়ে নেড়ে দিবো। পানি টেনে যাবার পর কর্ণফ্লাওয়ার অল্প পানিতে গুলে চিকেনে দিয়ে নেড়ে গোলমরিচের গুঁড়া, আজিনামোটো দিয়ে নেড়ে দিবো,আঠালো হয়ে আসলে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে  গরম গরম পরিবেশন করবো ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে।

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিফ চিলি অনিয়ন

 কোরবানি ঈদের বিশেষ রেসিপি গুলোর মধ্যে আজ একটি রেসিপি "বিফ চিলি অনিয়ন" বাড়ির দাওয়াতে তৈরি করে সবার মন কেড়ে নিবে, এমন একটি রেসিপি।  চলুন শুরু করি...

বিফ চিলি অনিয়ন

ম্যারিনেট করার মশলা

বিফ-২৫০ গ্রাম,

আদা বাটা- আধা চা চামচ

 রসুন বাটা- আধা চা চামচ,

কালো গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ,

সয়া সস- ১ চা চামচ,

ডিম- ১ টা,

 লবণ- আধা চা চামচ,

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ,

তেল- পরিমাণ মত (ভাজার জন্য)

 

রান্নার জন্য মশলা

রসুন কুচি- ১ টেবিল চামচ,

আদা কুচি- ১ টেবিল চামচ,

কাঁচা মরিচ- ৭- টা

পেঁয়াজ (বড় করে কাটা)- ১ কাপ

ক্যাপ্সিকাম- ১ টা

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ,

 চিনি- আধা চা চামচ,

 গরম পানি-১ কাপ

 

 প্রস্তুত প্রণালী:

মাংসটা পাতলা একটু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব মসলা দিয়ে মেখে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে   থেকে মিনিট ভেজে তুলে নিতে হবে।

কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে কাঁচামরিচ ও পিঁয়াজ দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভাজা মাংসগুলো দিয়ে নাড়বো ।এবার এক কাপ পানি দিয়ে দিতে হবে সামান্য লবণ দিয়ে নেড়ে রান্না করবো। 

এবার ক্যাপ্সিকাম দিয়ে কিছুক্ষণ রান্নার পর কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে দিব। এবার চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিফ চিলি অনিয়ন।

এবার ডিশে তুলে পোলাও এর সাথে পরিবেশন করবো।