পৃষ্ঠাসমূহ

চকলেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চকলেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৫ জুলাই, ২০২৫

চকলেট ময়েস্ট কেক

আস সালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট ময়েস্ট কেক। চুলায় খুব সহজ উপায় কি ভাবে তৈরি করতে হয়, আজ চকলেট ময়েস্ট কেক তৈরি করে দেখাবো। চলুন তৈরি করি...

চকলেট ময়েস্ট কেক

উপকরণ :

১ম ধাপ,

শুকনো উপকরণ চালনিতে

চালার জন্য :

ময়দা- ১ কাপ,

কোকো পাউডার - হাফ কাপ থেকে একটু কম।

পাউডার দুধ- ২ টেবিল চামচ, 

কর্ণফ্লাওয়ার- ৪/১ ( এক কাপের চার ভাগের এক ভাগ) কাপ,

বেকিং পাউডার - ১ চা চামচ, 

বেকিং সোডা- ২/১ (হাফ) চা চামচ,

লবণ - এক চিমটি, 


২য় ধাপ:

ডিম -২ টি,

চিনি- ১ কাপ / ১ কাপ থেকে একটু কম,

সয়াবিন তেল- ২/১ ( হাফ) কাপ,

ভেনিলা বা চকলেট এসেন্স - ১ চা চামচ, 

কফি - ১ টেবিল চামচ, 


৩য় ধাপ:


গ্রানাসের জন্য যা লাগবে:

লিকুইড দুধ ফুল ক্রিম - ১ কাপ,

বাটার- দেড় টেবিল চামচ, 

ডার্ক চকলেট - ১০০ গ্রাম,

হুয়াইট চকলেট- ১০০ গ্রাম,

চকলেট বল- ১০০ গ্রাম 


প্রস্তুত প্রণালী :

প্রথমেই কেক তৈরি করার বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেখে দিবো। 

আর বড় একটা প্যানে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিবো।

এবার একটা চালনিতে, ময়দা, পাউডার দুধ,কোকো-পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা,কর্ণফ্লাওয়ার, লবণ মিশিয়ে চেলে নিবো। 

তারপর, 

একটা বাটিতে ডিম বিট করে তাতে চিনি, সয়াবিন তেল দিয়ে বিট করে নিবো, (যাদের বিটার নেই তারা হেন্ড উইচ বা কাটা চামচ দিয়েভাল করে মিক্সড করে নিবেন। এবার এতে -ভেনিলা/ চকলেট এসেন্স দিয়ে ভাল করে মিশিয়ে নিবো। চিনি না গলা পর্য়ন্ত নাড়তে হবে।

এবার শুকনো উপকরণ গুলো আবারও চালনিতে চেলে ডিমের মিশ্রনে আলতো ভাবে মিশিয়ে নিবো 

এবার ছোট বাটিতে সামান্য গরম পানিতে কফি গুলিয়ে মিশ্রণে মিশিয়ে নিবো।

তারপর কেকের বাটিতে ঢেলে ভাল করে,টেপ করে নিবো, জেনো ভিতরে বাবল না থাকে।

এবার প্রিহিট করা বড় প্যামে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৪০-৪৫ মিনিট মিডিয়াম আঁচে তৈরি করে নিবো।

এবার, 

চকলেট গ্রানাস তৈরি করার জন্য, 

অন্য আরও একটা চুলায় প্যানে ফুলক্রিম লিকুইড দুধ এক কাপ জ্বাল দিবো। দুধ গরম হলে বাটার দেড় টেবিল চামচ দিয়ে জ্বাল দিবো। একটা বলগ আসার পর চুলা বন্ধ করে দিবো। আর এই গরম দুধে, ডার্ক চকলেট ১০০ গ্রাম দিয়ে নাড়তে থাকবো।

চকলেট গলে যাবার পর, একটা বাটি বা কাপে ঢেলে নিবো।


 এবার,


৪০ মিনিট পর কেক হয়েছে কি না টুথপিক দিয়ে দেখে নিবো। আমার কেক ৪০ মিনিটে হয়ে গেছে। 

চুলা বন্ধ করে, কেক এর বাটি নামিয়ে একটু ঠান্ডা করে চাকু দিয়ে বাটির চারপাশ ছাড়িয়ে নিবো।

এবার একটা প্লেট বাটিতে বসিয়ে উপর করে বের করে নিবো।

কেক থেকে বেকিং পেপার সরিয়ে নিবো।

এবার কেক টা অসমতল থাকলে, সমান করে কেটে নিবো।

কেটে ফেলে দেওয়া এই গুলো দিয়ে, কেক এর গ্রামস তৈরি করবো।

তাই ব্লেন্ডারে গুড়ো করে গ্রামস তৈরি করে রেখে দিবো। 

কেক সাজানোর জন্য লাগবে।

মজার রান্না 

এখন কেক দু'টো লেয়ার জন্য তৈরি করে নিবো।

এবার কেক তৈরি করার প্লেটে একটু চকলেট গ্রানাস দিবো আর তার উপর কেক-এর একটা পার্ট রেখে তাতে চকলেট গ্রানাসের লেয়ার ব্রাশ করে নিবো।

তার উপরে অন্য কেক এর পার্ট দিয়ে চকলেট গ্রানাস দিয়ে সম্পূর্ণ কেকটা ডেকোরেট করে নিবো আর কেক এর চারপাশে  বেলেন্ড করা কেক  গ্রামস লাগিয়ে নিবো।


এবার 

উপরটা চকলেট বল ও হুয়াইট চকলেট গ্রেট করে সাজিয়ে নিবো।


হয়ে গেলো চকলেট ময়েস্ট কেক। 

জন্মদিনে বা যে কোন অনুষ্ঠানে এই কেকটি তৈরি করতে পারি... 

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ডার্ক চকলেট ব্রাউনি

আস সালামু আলাইকুম।  আজ সবার পছন্দের রেসিপি  শেয়ার করবো। চলুন শুরু করি....

ডার্ক চকলেট ব্রাউনি

উপকরণ:

১ম পর্ব:

ময়দা- ৫০ গ্রাম

চিনি-২৫০ গ্রাম

কোকো পাউডার- ৫০ গ্রাম

আখরোট- ৩০ গ্রাম,

ডিম- ৩ টি

ডার্ক চকলেট - ১৩০ গ্রাম

মাখন -১৩০ গ্রাম


২য় পর্ব:

সাদা চকলেট নুগার:

চিনি -১৬ গ্রাম, 

পানি -২০ গ্রাম (১২১ ডিগ্রিতে ফোটানো), 

সাদা চকলেট -১০০ গ্রাম,

হুইপড ক্রিম -১২০ গ্রাম, 

জেলেটিন -৩ গ্রাম।


৩য় পর্ব:

কমলার গানাশ:

হুইপড ক্রিম- ১০ গ্রাম,

কমলার এসেন্স -২ গ্রাম,

লবণ -১ গ্রাম, 

ডার্ক চকলেট -১০ গ্রাম। 


প্রস্তুত প্রণালি:

১ম পর্ব:

চুলার ওপর একটি পাত্রে পানি জ্বাল দিবো। গরম হয়ে এলে ওপরে গরম পানির তাপ নিতে পারবে এমন একটি বাটি বসাবো। এতে মাখন আর চকলেট একসঙ্গে দিবো। পানির পাত্রের তাপে এই দুই উপকরণ গলে যাবে। ডিম ও চিনি বিট করে নিবো ফোম না হওয়া পর্যন্ত। এরপর গলে যাওয়া চকলেটের মিশ্রণটি ডিমের মিশ্রণে মেশাবো। ময়দা, আখরোট আর কোকো পাউডার দিবো।  এবার আলতোভাবে মেশাবো। বেকিং প্যানে দিয়ে, ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করে নিবো। 

২য় পর্ব:

চিনি ও পানি একসঙ্গে গলিয়ে নিবো চুলায় বসানো পাত্রে। ডিম বিট করে রাখবো। মিশ্রণটি এবার চিনির মিশ্রণে ঢেলে দিবো। ফোম না হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। এবার চকলেট গলিয়ে হুইপড ক্রিম দিবো। জেলেটিন পানিতে গলিয়ে নিবো। ডিমের মিশ্রণটি চকলেটের মিশ্রণে দিবো। এরপর জেলেটিন দিবো। সবশেষে নুগার দিবো। কেক বানানোর পাত্রে ঢেলে সেট করে নিবো। 

৩য় পর্ব:

চুলার ওপর বসানো পাত্রে ক্রিম ফুটিয়ে নিবো। এরপর এতে গলানো ডার্ক চকলেট এবং এসেন্স দিয়ে দিবো। এবার চকলেট ব্রাউনির ওপর গানাশ দিবো। জমে গেলে সাদা চকলেটের নুগার বসিয়ে দিবো। হয়ে গেলো ডার্ক চকলেট ব্রাউনি। ফ্রিজে রেখে ঠান্ডা করে, পরিবেশন করবো।

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চকলেট কেক

আজ চকলেট কেক নিয়ে হাজির হলাম। চলুন তৈরি করি... 

চকলেট কেক

উপকরণঃ

ময়দা- আধা কাপ,

কোকো পাউডার -আধা কাপ,

ডিম- ২ টি,

চিনি- পৌনে ১ কাপ (১৭০ গ্রাম), 

বেকিং পাউডার- আধা চা চামচ, 

তেল- পৌনে ১ কাপ, 

গুঁড়ো দুধ- ১ টেবিল চামচ,

কুকিং চকলেট- ২ টেবিল চামচ, 

ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ, 

মাখন- ১ চা চামচ। 

প্রণালীঃ

প্রথমে মাখন একটি ফ্রাইং প্যানে গলিয়ে নিয়ে এতে কুকিং চকলেট মিশিয়ে নিবো। চকলেট গলে গেলে চুলা বন্ধ করে গলানো চকলেট একটি বাটিতে রেখবো। একটি বড় বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে ৫ মিনিট বিট করবো। ফোমের মত হয়ে গেলে এতে চিনি মিশিয়ে ২ মিনিট বিট করবো। এরপর এতে তেল মিশিয়ে আরো ২ মিনিট বিট করবো। সবশেষে ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ১ মিনিট বিট করবো। 

আরেকটি বাটিতে ময়দা চেলে নিবো। চেলে নেয়া ময়দার মধ্যে দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিবো।

ডিম যে বাটিতে বিট করেছিলেন সেই বাটিতে ১ টেবিল চামচ করে ময়দার মিশ্রণ ঢেলে দিয়ে ধীরে ধীরে মেশাবো। দ্রুত মেশাতে গেলে কেক ফুলবে না। এই ধাপে ভুলের কারণে অনেকের কেক ফুলে না। 

পুরো ময়দার মিশ্রণ মেশানো হয়ে গেলে ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে নিবো। এবার কেকের ডাইসে পেপার বিছিয়ে তার উপর তেল মাখিয়ে নিবো, তারপর কেকের মিশ্রণ ঢেলে দিবো। প্রি-হিট হয়ে গেলে কেক ৩০-৪০ মিনিটের জন্য বেক করবো।

ওভেনে দেয়ার ২৫ মিনিট পর কেক চেক করে দেখবো। চেক করার জন্য কেকের মধ্যে টুথ পিক ঢুকিয়ে দেখবো। যদি দেখেন টুথপিক বের করার পর তাতে মিশ্রণ লেগে নেই তাহলে বুঝআ গেলো কেক হয়ে গেছে। না হলে আরো ১০ মিনিট বেক করবো। কেক বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ডাইস থেকে সাবধানে উঠিয়ে নিবো। এবার এর উপর সামান্য পানি ছিটিয়ে নিবো। এবার কেক এর ঠিক মাঝে সমান করে কেটে নিবো। কেক এর দুইভাগ ঠান্ডা হতে দিবো।

চকলেট ফ্রস্টিংঃ

এটি কি যারা জানেন না তাদের জন্য বলে রাখি, চকলেট ফ্রস্টিং হল কেকের উপরে ও মাঝে যে ক্রিম দেয়া হয় সেটি। এখন জেনে নিন ফ্রস্টিং বানাতে হলে কি কি লাগবে-

মাখন- ১০০ গ্রাম, 

আইসিং স্যুগার- ২০০ গ্রাম, 

বরফ- ৩ টা কিউব, 

কোকো পাউডার- ৩ টেবিল চামচ, 

চকলেট ফুড কালার -১ চা চামচ, 

কুকিং চকলেট- আধা কাপ, 

তরল দুধ- ২ টেবিল চামচ।

প্রণালীঃ

কুকিং চকলেট সামান্য মাখন এর সাথে প্যানে গলিয়ে নিবো। এবার একটি বাটিতে মাখন, আইসিং স্যুগার, কোকো পাউডার নিয়ে তা ভালো করে ৩ মিনিট বিট করবো। তারপর এতে ১ টেবিল চামচ তরল দুধ ঢেলে আবার ১ মিনিট বিট করবো,

এরপর বরফ কিউব ও বাকি তরল দুধ ঢেলে ২-৩ মিনিট বিট করবো। ক্রিম / ফ্রস্টিং মিহিন হয়ে গেলে বিট করা বন্ধ করবো। 

কেক ঠান্ডা হয়ে গেলে একটি ভাগের উপর সমান করে ক্রিম লাগিয়ে নিবো। এর উপর আরেকটি ভাগ রেখে তার উপর সমান ভাবে ক্রিম লাগিয়ে  পছন্দ মতো ডিজাইন করবো......

হয়ে গেলো চকলেট কেক...

[জানিয়ে দিচ্ছি,আমি এখানে ৬" মোল্ড ইউজ করেছি ১ পাউন্ড কেক এর জন্য...]