পৃষ্ঠাসমূহ

Recipe লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Recipe লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ডিম কোর্মা

 

আজ  একটি কোর্মা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য।  চলুন ডিম কোর্মা তৈরি করি-----



উপকরণ :

*ডিম - টি

*দুধ- আধা কেজি

*পেঁয়াজ কুঁচি- কাপ,

*পেঁয়াজ বাটা- টেবিল চামচ,

*রসুন বাটা- চা চামচ,

*আদা বাটা- চা চামচ,

*ধনিয়া গুঁড়ো - চা চামচ,

*মরিচের গুঁড়ো - চা চামচ,

*কাঁচামরিচ - টি ( ফালি),

*তেজপাতা- টি,

*এলাচ - টি,

*দারুচিনি - টি

*গুঁড়ো দুধ- টেবিল ,

*ঘি- টেবিল চামচ,

*তেল- পরিমাণ মতো,

*লবণ- স্বাদমতো,

*চিনি- সিকি চা চামচ,

 

প্রস্তুত প্রণালী :

প্রথমে ডিম ধুয়ে, লবণ টেবিল চামচ দিয়ে সিদ্ধ বসাবো। -১০ মিনিট পর চুলা থেকে ডিম নামিয়ে, ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিবো। (লবণ দিয়ে ডিম সিদ্ধ করার কারণ খোসা সহজে যেনো ছাড়ানো যায় তাই লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি) তারপর ডিম গুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে চারপাশে দাগ কেটে নিবো।  অল্প লবণ, আদা বাটা সিকি পরিমান দিয়ে অল্প গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিবো। এবার আধা কেজি দুধ জ্বাল করে ২৫০ গ্রাম পরিমাণ করে নিবো। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে ডিম হালকা ভেজে তুলে নিবো। এবার অই তেলে তেজপাতা,এলাচ,দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে বেরেস্তা করে নিবো। (বেরেস্তা হলে, কিছু বেরেস্তা তুলে রাখবো, ডেকোরেশনের জন্য) এবার প্যানের বেরেস্তায় পেঁয়াজ বাটা দিয়ে ভুনবো কিছুক্ষণ। তারপর আদা বাটা,রসুন বাটা দিয়ে আরও মিনিট ভুনবো। এবার সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মসলা ভাল করে কষাবো। মসলা থেকে তেল বের হলে ডিম দিবো। আবারও কিছুক্ষণ কষাবো। এবার জ্বাল দেওয়া দুধ দিবো,গুঁড়ো দুধ, ঘি, কাঁচামরিচ দিয়ে নাড়বো।

মিনিট মাঝারি আঁচে চুলায় রান্না করবো। ঘি বের হবার পর চুলা বন্ধ করে, সার্ভিং ডিশে বেরেস্তা দিয়ে  সাজিয়ে পরিবেন করবোভাত বা পোলাও এর সাথে।

বুধবার, ২৮ মে, ২০২৫

ইলিশ কাবাব

ঘরে মেহমান আসবে, দাওয়াত দিয়েছেনঅনেক আইটেম করেছেন কিন্তু একটু ভিন্নতা আনতে চাইছেন,  আমি দাওয়াত করলে এমনি একটু ভিন্নতা আনার চেষ্টা করি, তেমনি আজকের আয়োজন,  আস্ত মাছের কাবাব আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য নিয়ে আসবে। এই মাছের কাবাব যে কোন বড় মাছ দিয়ে করা যায়। অন্য মাছের কাবাব তৈরি করতে মসলা আরও লাগবে, ইলিশ মাছের ক্ষেত্রে মসলা তেমন লাগে না। আমার ভাল লাগে, ইলিশ রুই মাছের কাবাব।

আজ আমি বড় ইলিশ মাছের কাবাব রেসিপি শেয়ার করচ্ছি.....        


মজার রান্নার ইলিশ কাবাব

উপকরণ :

*ইলিশ মাছ- ১টি (বড়),

*গোলমরিচ গুঁড়া - টে.চামচ,

*পেঁয়াজ কুচি - এক কাপ,

*কাঁচা মরিচ কুচি - স্বাদমত,

*টমেটো সস- টে.চামচ,

*আলু ম্যাশড্ - কাপ,

*ধনেপাতা কুচি - টে.চামচ,

*রসুনকুচি - / কোয়া,

*লেবুর রস - টে.চামচ,

*লবণ -স্বাদমতো,

*তেল -পরিমাণ মত,

*পেঁয়াজ বেরেস্তা - এক কাপ,

লেবুর খোসা গ্রেট করা- চা-চামচ,

টোস্ট বিস্কুটের গুড়ো - কাপ,

 

প্রস্তুত প্রণালী :

মাছের আঁশ ছাড়িয়ে ভাল ভাবে পরিস্কার করে, মাছের মাথা লেজ কেটে আলাদা করে ধুয়ে নিন। সামান্য হলুদ, মরিচগুঁড়া পরিমাণমতো লবণ দিয়ে মাথা লেজ হালকা ভেজে নিন। এবার বাকি মাছ লবণ, লেবুর রস সামান্য পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন। কড়াইতে তেল গরম করে রসুনকুচি পেঁয়াজকুচি হালকা ভেজে মাছের কিমা দিয়ে নাড়তে থাকুন। / মিনিট পর সেদ্ধ আলু ম্যাশড্ দিয়ে কিছুক্ষণ রান্না করুন,

এবার দিন, গোলমরিচগুঁড়া, কাঁচা মরিচকুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে রান্না করে নামিয়ে ঠাণ্ডা করে নিন।  অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে বিস্কুটের গুঁড়া বাদামী করে ভেজে নিন। এবারে রান্না করা কিমার সঙ্গে ধনেপাতা কুচি, লেবুর খোসা গ্রেট বেরেস্তা ভেঙে আলতো করে মেখে নিন। 

সার্ভিং ডিশে দুই পাশে ভাজা মাথা লেজ রেখে, মাঝখানে মাখানো কিমা সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন। সাজানো কিমার ওপর ভাজা বিস্কুটের গুঁড়া ছড়িয়ে চেপে দিন। কিমার ওপর চা চামচ দিয়ে মাছের আঁশের মতো বানিয়ে পরিবেশন করুন।

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

দুধে ভেজা সুজির পিঠা

 এই রেসিপি একজন আপুর রিকুয়েষ্টে নিয়ে এসেছি। পিঠাটি খুব মজাদার...

এবার তৈরি করি, চলুন.....

উপকরণ :

*সুজি দুই কাপ (টালা নয়), 

*ডিম - ২টি 

*বেকিং পাউডার -আধা চা চামচ, *চিনি- এক কাপ, 

-দুধ- ২ লিটার,

* পেস্তা বাদাম, 

*কাঠ বাদাম, 

*কাজু বাদাম 

(ব্লেন্ড করা ২ টেবিল চামচ,)

* তেল- প্রয়োজন মতো 


প্রস্তুত প্রণালি:


সুজির পিঠার জন্য:

একটি পাত্রে সুজি, ডিম, দুই টেবিল চামচ চিনি, বেকিং পাউডার নিয়ে মিশিয়ে ডো তৈরি করে নিবো। 

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিবো। এবার গরম তেলে গোল চামচ দিয়ে ডোগুলো অল্প অল্প করে দিবো। একদম হালকা করে ভেঁজে তুলে ফেলবো, খেয়াল রাখতে হবে, যেন পিঠা বেশি ভাজা না হয়। নতুবা ভেতরে দুধ ঢুকবে না।

দুধের মিশ্রণ :

পাতিলে ২ লিটার দুধ জ্বালিয়ে ১ লিটার করে নিবো। এবার দুধে এক কাপ চিনি মিশিয়ে নিবো। এবার ব্লেন্ড করে রাখা বাদাম মিশিয়ে দিবো। আরো কিছুক্ষণ নাড়ুন।এবার, তেলে ভেজে রাখা পিঠাগুলো ধীরে ধীরে দুধে দিয়ে দিবো, আর ২০ মিনিটের জন্য ঢেকে রাখবো।


২০ মিনিট পর দেখুন পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু দুধে ভেজানো সুজির পিঠা।