পৃষ্ঠাসমূহ

চিকেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিকেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

চিকেন সুপ

 আস সালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন সুপ। 

আমি যেভাবে তৈরি করি, তাই শেয়ার করলাম... 


চিকেন সুপ 

উপকরণঃ

মুরগির বুকের মাংস - হাফ নিবো 

পানি -৪ কাপ

কর্ণফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

ডিম- ২ টি,( সাদা অংশ ফেটানো)

সয়াসস- ১ টেবিল চামচ, 

চিলি সস- ১ টে. চামচ

টমেটো সস- ১ টে. চামচ

ভিনেগার- ১ টে.চামচ

আদা কুঁচি- ১ টে. চামচ

রসুন কুঁচি- ১ চা চামচ

গোলমরিচের গুঁড়া - হাফ চা চামচ

গাজর কিউব করে কাটা- আধা কাপের কম

বেবিকর্ণ- ২ টে.চামচ

পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ 

টেস্টিং সল্ট - ১ চা চামচ 

তেল- ১ টে. চামচ

কাঁচামরিচ কুঁচি- ১ টে. চামচ 

ভিনেগার- ৪ টে. চামচ 


প্রস্তুত প্রণালীঃ

সুপ তৈরি করার জন্য, প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে গরম করে তাতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে আদা কুচি দিবো। কয়েক সেকেন্ড ভেজে মুরগির মাংস দিবো,  

কিছুক্ষণ নেড়ে কাটা গাজর,বেবি কর্ন, , স্বাদমতো লবণ দিয়ে ৪ কাপ পানি দিয়ে নেড়ে  ১৫ মিনিটের জন্য সিদ্ধ করে নিবো।

এখন একটা বাটিতে কর্ণফ্লাওয়ার পানিতে গুলে রাখবো আর অন্য আরও একটি বাটিতে ২ টো ডিমের সাদা টুকু নিয়ে ফেটিয়ে রাখবো।

১৫ মিনিট পর চুলা বন্ধ করে মুরগির বুকের মাংস তুলে নিবো আর সিদ্ধ পানিটা চিকেন স্টক রেখে দিবো।

এবার বুকের মাংস চিকন বা কিউব করে কেটে নিবো বা হাত দিয়ে ছাড়িয়ে আবার  চিকেন স্টকে দিবো।

এবার দিবো, গোলমরিচের গুঁড়া ,সয়াসস,চিলি সস,টমেটো সস দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিবো।

 তারপর, গুলে রাখা কর্ণফ্লাওয়ার আস্তে আস্তে স্যুপে দিবো আর নাড়বো।

( এক হাতে কর্ণফ্লাওয়ার গুলা বাটি আর অন্য হাতে চামচ) 

এখন ডিমের সাদা ফেটানো একই ভাবে আস্তে আস্তে দিবো আর অন্য হাত দিয়ে  নাড়বো।

৩ মিনিট চুলায় রেখে চুলা বন্ধ করে দিয়ে, পেঁয়াজ পাতা কাটা ও ১ চা চামচ টেস্টিং সল্ট  আর 

ভিনেগার ১ টেবিল চামচ দিবো।

( অনেকে ঝাল খেতে চাইলে, কাঁচামরিচ মিহি কুঁচি করে ভিনেগারে ভিজিয়ে দিতে পারেন) পরিবেশনের জন্য - 

ছোট বাটিতে ভিনেগারে কাঁচামরিচ কুচি দিবো আর সারভিং ডিশে তুলে  গরম গরম পরিবেশন করবো চিকেন সুপ। 

(দুই জনের জন্য তৈরি করা হয়েছে) 

গ্রিলড হোল চিকেন

 আস সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ একটুঁ অন্য রকম রেসিপি দিবো। সন্তানদের মনে আনন্দ দেয়ার জন্য আমার আজকের রেসিপি। মাঝে মাঝে পরিবারের সাথে ঘরেই পার্টি করা যায়, পার্টিতে খাবারের আয়োজন এই রেসিপি করে সবাইকে সারপ্রাইজ দিলে কেমন হয়? আজ আমার রেসিপি "গ্রিলড হোল চিকেন ".একদম সহজ রেসিপি। এই রেসিপি বড় দিনে তৈরি করা হয় ,খেতে ও দারুণ। চলুন তৈরি করি.....


              

উপকরণ:

মুরগি -১টি (বড়) 

কমলার রস -১ কাপ

লেবুর রস- ২ টেবিল চামচ

লাল মরিচের সস -২ টেবিল চামচ 

অলিভ ওয়েল- ২ টেবিল চামচ

বাটার -১ টেবিল চামচ

লবণ -স্বাদমতো 

ভিনেগার- ১ চা চামচ

লেবুর খোসা -আধা চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা -১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স- ১ চা চামচ

কাঁচা মরিচ - ৪-৫ টি

ধনেপাতা- কুচি পরিমান মত

আলু- ৪-৫ টি

গাজর কাটা- ৩ টা

প্রস্তুত প্রণালি:

মুরগি ভালো করে ধুয়ে বাটার এবং অর্ধেক কমলা ও লেবুর রস বাদে বাকি সব উপকরণ মুরগির চামড়ার ভেতরে ও বাহিরে ভালোভাবে ম্যারিনেট করে নিবো ৩০ মিনিট।

এবার, ওভেন প্রিহিট করে, ট্রেতে তেল ব্রাশ করে মাখানো মুরগি ও  আলু, গাজর, পিয়াজ, গ্রিল করে নিবো ৩০ থেকে ৪০ মিনিট। মাংস সিদ্ধ হলে বাকি কমলা ও লেবুর রস ছড়িয়ে দিবো। 

গরম মুরগি ট্রেতে সাজিয়ে ধনিয়াপাতা, কাঁচা মরিচ ছিটিয়ে বাটার ব্রাশ করে পরিবেশন করুন নানরুটি  ও সালাদের সাথে। 

সোমবার, ৭ জুলাই, ২০২৫

চিকেন পরোটা

আস সালামু আলাইকুম। আজ আমার রেসিপি কিমা পরোটা। আর এই রেসিপি দিতে ,আমার পেইজে অনেক রিকুয়েষ্ট এসেছে। আমি প্রতিটা রিকুয়েষ্ট রাখার চেষ্টা করছি। চলুন তৈরি করি চিকেন পরোটা....

 

চিকেন পরোটা 


উপকরণ :

চিকেন কিমা- ২৫০ গ্রাম,

লবণ- স্বাদমতো, 

বাটার- ২ টেবিল চামচ, 

পেঁয়াজ কুঁচি- ২ টা, 

রসুন কুঁচি- ২ টেবিল চামচ, 

আদা কুচি- ১ চা চামচ, 

কাঁচামরিচ কুচি- ৩ টা,

আমচূর পাউডার- আধা চা চামচ,

ধনিয়া গুঁড়ো- আধা চা চামচ, 

মরিচের গুঁড়ো - আধা চা চামচ, 

ধনিয়াপাতা কুঁচি- ১ টেবিল চামচ, 

পুদিনাপাতা কুঁচি- ১ টেবিল চামচ, 

গরম মশলা গুঁড়ো- আধা চা চামচ,

জিরা গুঁড়ো - আধা চা চামচ, 

আলু সিদ্ধ - ২ টা (স্নেশ করা)

তেল- পরিমাণ মতো,

আটা বা ময়দা - ১.৫ কেজি,


প্রস্তুত প্রণালী :

প্রথমে আটা বা ময়দায় ২ টেবিল চামচ তেল, লবণ দিয়ে একটা ডো তৈরি করে, ডো এর উপর তেল মাখিয়ে ১৫ মিনিট এর জন্য রেখে দিবো। এবার চুলায় প্যান বসিয়ে, বাটার দিবো। তারপর রসুন কুঁচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুঁচি,আদা কুঁচি দিয়ে ভাজবো এবার মুরগি মাংসের কিমা দিয়ে ভাল করে নাড়বো, এবার দিবো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,আমচুর, জিরা গুঁড়ো, ধনিয়াপাতা কুঁচি,পুদিনাপাতা কুঁচি,কাঁচামরিচ কুঁচি , গরম মসলা গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে রান্না করে নিবো আর এবার আলুর স্নেশ দিয়ে ভাল করে মিশিয়ে অল্প মাঝারি আঁচে রানা করবো পরোটার পুর। রান্না হলে নামিয়ে ঠান্ডা করে নিবো।এবার আটার ডো থেকে লেচি কেটে পরোটা বানাবো। প্রথম ছোট করে গোল রুটি তৈরি করে তার মাঝে কিমার পুর দিবো দেড় টেবিল চামচ পুর দিয়ে রুটিটা চারপাশ দিয়ে আটকে গোল করে পরোটা তৈরি করে নিবো। পরোটা বেলতে হবে খুব সাবধানে, পুর যেনো বের না হয়ে পরে। গরম তাওয়াতে পরোটা হালকা তেলে ভেজে নিবো, এক এক করে সব গুলো তৈরি হয়ে গেলো চিকেন পরোটা....

ইচ্ছে অনুযায়ী,পরোটা কেটে, সকালে বা বিকালের নাস্তায় হুয়াইট সস, টমেটো বা চিলি সস দিয়ে পরিবেশন করুন।

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইরানি চিকেন কড়াই

 আস সালামু আলাইকুম। আজ ইরানি একটি রেসিপি আপনাদের শেয়ার করবো।  চলুন শুরু করি...

ইরানি চিকেন কড়াই 

উপকরনঃ

চিকেন - ১ কেজি

পিঁয়াজ কুঁচি - বড় ৩ -৪ টা

টমেটো -বড় ৩ টা 

কাঁচা মরিচ- ৩ টা 

আদা বাঁটা - ১ টেবিল চামচ

জিরা গুঁড়া (টালা)- ১ টেবিল চামচ

ধনিয়া টেলে আধা ভাঙ্গা- ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স - ২ টেবিল চযমচ 

কালো গোল মরিচের গুঁড়া -১ টেবিল চামচ

আদা -১ ইঞ্চি জূলীয়েণ কাট 

কাঁচা মরিচ -৬ টা

ধনিয়াপাতা কুঁচি - ১ মুঠো

সয়াবিন তেল - ১ কাপ

লবণ - স্বাদ মতো 


প্রস্তুত প্রণালিঃ

প্রথমেই চিকেন কেটে ভাল করে ধুয়ে নিবো। এবার চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে ,হাই আঁচে চিকেন ভেজে নিবো। হালকা কালার করে ভাজার পর পিঁয়াজ কাঁটা দিয়ে নাড়তে থাকবো। পিঁয়াজ নরম হলে, কাঁচা মরিচ আর কাঁটা টমেটো দিয়ে নাড়তে থাকবো।

এবার চিকেনে আদা বাটা , জিরা গুঁড়া ,ধনিয়া আধা ভাঙ্গা , কালো গোল মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে নাড়তে থাকবো। এক কাপ পানি দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 

তেল ছাড়লে জুলিয়েন কাট আদা, কাঁচা মরিচ  কাঁটা, ধনিয়াপাতা কুঁচি দিয়ে নেড়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করবো নান রুটি বা পরোটার সাথে।

রবিবার, ২২ জুন, ২০২৫

চিকেন রোস্ট

আস সালামু আলাইকুম।  আজ জনপ্রিয় রেসিপি চিকেন রোস্ট নিয়ে চলে আসলাম। চলুন রোস্ট তৈরি করতে কিকি লাগে, তা দেখে তৈরি করি....

চিকেন রোস্ট 

উপকরণঃ 

মুরগি - ৩ টা ( ১২ পিস) 

আদা বাটা – ৩ চা চামচ

রসুন বাটা – ৩ চা চামচ

পেয়াজ বাটা – ৩ টেবিল চামচ

জিরা গুঁড়া– দেড় চা চামচ

ধনিয়া গুঁড়া – ১চা চামচ

লবন –স্বাদ অনুযায়ী

চিনি – ১ চা চামচ    

ঘি – ৪ টেবিল চামচ

তেল – পরিমান মতো

পেয়াজ কুচি–১কাপ

জয়ফল, জয়েত্রি বাটা –১ চা চামচ  

এলাচ- ৩ টি

তেজপাতা- ২ টি

দারুচিনি-৩ টি 

কাঁচা মরিচ – ৫/৬ টি

ঘন দুধ – ২ কাপ 

বেরেস্তা- আধা কাপ

টকদই-আধা কাপ (ফেটানো) 

মিষ্টি দই- ২ টেবিল চামচ 

চিনা, কাজু বাদাম বাটা – ২ টেবিল চামচ 

টমেটো সস –২ টেবিল চামচ

লেবুর রস –২ চা চামচ

কেওড়ার জল – ১/২ চা চামচ

জাফরান –হাফ চা চামচ 

বেরেস্তা বাটা- ২ টেবিল চামচ 

কিসমিস বাটা -২ টেবিল চামচ 


প্রস্তুত প্রণালীঃ 

মুরগির রোস্ট রান্নার জন্য প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিবো। দুধে জাফরান ভিজিয়ে রাখবো। 

আদাবাটা, রসুনবাটা,পিঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবন ও লেবুর রস অল্প অল্প করে দিয়ে চিকেন মেরিনেট করে রাখবো ৩০- ৪০ মিনিটের জন্য। 

 চুলাতে কড়াই বসিয়ে ডুবো তেলে পিঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিবো।

এবার ডুবো তেলে, মেরিনেট করা মুরগির  মাংসের পিস গুলো হালকা বাদামি করে ভেজে রাখবো।  

তারপর কড়াইতে ১ কাপ তেল ও ঘি দিয়ে গরম করে  তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে হালকা ভেজে নিবো। এবার আদা বাটা, রসুন বাটা , পিঁয়াজ বাটা, গুঁড়া মসলা সব দিয়ে  কষিয়ে নিবো। তারপর বেরেস্তা বাটা ,টক দই, মিষ্টি দই,  বাদাম বাটা, টমেটো সস ,লেবুর রস , কিসমিস বাটা, পোস্ত বাটা দিয়ে আবার ভাল করে কষিয়ে নিবো। এবার ভাজা চিকেনের পিসগুলো দিয়ে কিছুক্ষন কষিয়ে নিবো। হালকা কষিয়ে নেওয়া হলে পরিমানমতো পানি দিবো। ফুটে উঠলে ঢেকে দিবো।

চিকেন সিদ্ধ হয়ে আসলে ,জাফরান ভিজানো দুধ, কেওড়ার জল দিয়ে নেড়ে অপেক্ষা করবো ৫ মিনিট। ঝোল  শুকিয়ে আসলে কাঁচা মরিচ, চিনি, সামান্য ঘি  দিয়ে নেড়েচেড়ে  আরও একটু দমে রাখবো। ঝোল মাখা মাখা হলে নামিয়ে সার্ভিং ডিশে তুলে বেরেস্তা দিয়ে সাজিয়ে পোলাও -এর সাথে পরিবেশন করবো। 

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আফগানি চিকেন শিক মালাই কাবাব

আস সালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আফগানি চিকেন মালাই শিক কাবাব-

চলুন রেসিপি শুরু করি....


আফগানি চিকেন শিক মালাই কাবাব

উপকরণঃ

কাবাব তৈরির:

মুরগির বুকের মাংসের মিহি কিমা- ৫০০ গ্রাম,

বড় পিঁয়াজ কুঁচি - ২ টা,

কাঁচা মরিচ ( বিচি ছাড়ানো মিহি কুচি)- ২ টেবিল চামচ,

মরিচের গুঁড়া - ১ চা চামচ, 

ধনিয়ার গুঁড়া - ১ চা চামচ, 

গরম মসলা- হাফ চা চামচ,

ডিম- ১ টা, 

লবণ- স্বাদ অনুযায়ী,

আদা বাটা-১ চা চামচ, 

রসুন বাটা - ১ চা চামচ, 

ঘি- ১ টেবিল চামচ,

কাবাব মসলা- ১ টেবিল চামচ, 

মালাই তৈরির:

পিঁয়াজ কুচি - ১ কাপ,

কাজুবাদাম - ৫০ গ্রাম,

কাঁচা মরিচ কুঁচি - ২ টেবিল চামচ, 

আদা রসুন বাটা - ১ টেবিল চামচ, 

ধনিয়া গুঁড়া - ১ চা চামচ, 

মরিচের গুঁড়া - ১ চা চামচ, 

গরম মসলার গুঁড়া - হাফ চা চামচ, 

টক দই ( ফেটানো)- হাফ কাপ,

লবণ- স্বাদমতো, 

সয়াবিন তেল- হাফ কাপ,

বাটার- ১ টেবিল চামচ, 

চিনি- হাফ চা চামচ, 

দুধ(ননি যুক্ত)- ১ কাপ,

ঘি- ১ টেবিল চামচ, 

পানি- ১ কাপ,

ধনিয়াপাতা কুঁচি - ১ মুঠো।

প্রস্তুত প্রণালীঃ

প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শিক কাবাবের চিকেন কিমা মিহি শুকনো থাকতে হবে। মানে কিমা বাটার সময় পানি ব্যবহার করা যাবে না।

এবার একটা ডিশে চিকেন কিমা নিবো সাথে কাবাব তৈরির উপকরণ গুলো দিয়ে ভাল করে হাত দিয়ে মাখিয়ে মিশাবো। এবার শিকে কাবাব মাখানো এক মুঠো নিয়ে লাগিয়ে নিবো। আমি এক এক করে কাবাব তৈরি করবো। আর চুলার আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে ছেকে নিবো। আর এই কাবাব গুলো শিক থেকে বের করে নিবো। এভাবে প্রতিটা কাবাব তৈরি করে নিবো।

কাবাব তৈরির পর চুলায় প্যান বসিয়ে ১ টেবিল চামচ বাটার দিয়ে কাজুবাদাম দিয়ে হালকা ভেজে নিবো তারপর পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে হালকা ভেজে নিবো। এবার প্যান থেকে বাটিতে ভাজা গুলো ঠান্ডা করে ব্লেন্ড মিহি পেস্ট করে নিবো।

এবার প্যানে তেল দিয়ে গরম করে আদা রসুন বাটা দিবো হালকা ভেজে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ২০ বা ৩০ সেকেন্ড ভুনে নিবো। এবার দিবো ব্লেন্ড করে রাখা কাজুবাদাম, পিঁয়াজ, কাঁচামরিচের পেস্ট দিয়ে ভাল করে কষাবো কিছুক্ষণ তারপর বাটি ধুয়ে অল্প পানি দিয়ে ভাল করে কষাবো। এবার ফেটানো টক দই দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিবো। যখন গ্রেভিতে বলগের মত আসবে তখন ১ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী আর গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে হালকা কষিয়ে তৈরি করা কাবাব গুলো দিয়ে ভাল করে গ্রেভির সাথে মিশিয়ে নিবো। এবার দিয়ে দিবো ১ কাপ পানি। ভাল করে নেড়ে দিবো। পানি কমে আসলে এবার দিয়ে দিবো ১ কাপ ঘন দুধ ও চিনি, তারপর ভাল করে নেড়ে নিবো।

ঘন হয়ে আসার পর চুলা বন্ধ করে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে এক মুঠো ধনিয়াপাতা কুঁচি ছড়িয়ে  সার্ভিং ডিশে তুলে নিয়ে নানরুটি, পোলাও, পরোটা পছন্দ অনুযায়ী পরিবেশন করবো।